মহামারী এই করোনাকালিন সময়েও থেমে নেই স্বর্ণ চোরাচালানকারী চক্রের সদস্যরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত মোহাম্মদ এনামুল নামে এক যাত্রীর কাছ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।
আরো দেখুনঃ ওমানের সাহেদ সৈয়দ মোজাম্মেল হক!
এ সময় ওই ওই যাত্রীকে আটক করা হয়। এনামুল কক্সবাজারের চকরিয়ার অধিবাসী। বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীকে আটক করে তল্লাশি করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। তল্লাশিকালে প্লাস্টিকের মোড়কে মোড়ানো বডি শিল্ড থেকে ৮২টি স্বর্ণবার পাওয়া যায়। বারগুলো প্রতিটি ২৪ ক্যারেটের। সবমিলিয়ে ৯ কেজি ৫৯০ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post