সামাজিক যোগাযোগ মাধ্যমের এক নতুন সংযোজন টিকটক। এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নানা আলোচনা-সমালোচনা থাকলেও টিকটক অন্যান্য প্ল্যাটফর্মকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রতিনিয়ত এর জনপ্রিয়তা যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে টিকটকে যোগ হচ্ছে নতুন নতুন সব ফিচার।
গিজমোচায়না এক প্রতিবেদনে জানিয়েছে, এবার ৩০ মিনিট দীর্ঘ ভিডিও আপলোড করার ফিচার আনছে টিকটক। এটি এখনও পরীক্ষা–নিরীক্ষার পর্যায়ে আছে।
তবে টিকটক যে শুধু স্বল্প দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম হিসেবে থাকছে না, সেটি নিশ্চিত। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মূলত ইউটিউবকে টেক্কা দিতেই এই ফিচার আনছে টিকটক।
টিকটক মূলত স্বল্প দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম হিসেবেই পরিচিত। প্রাথমিকভাবে ১৫ সেকেন্ডের ভিডিও আপলোডের সুযোগ দেয় প্ল্যাটফর্মটি। এরপর ১ মিনিট, ৩ মিনিট ও ১০ মিনিটের ভিডিও আপলোডের সুযোগ দেয় টিকটক।
যদিও ৩০ মিনিটের ভিডিও আপলোডের সুবিধা দেয়ার আগেই টিকটিক ১৫ মিনিটের ভিডিও আপলোডের ফিচার এনেছে।নতুন এই ফিচারের মাধ্যমে কোম্পানিটি সরাসরি ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করবে বলেই মনে করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post