বাংলাদেশে প্রযুক্তি জায়ান্ট গুগলের অফিস স্থাপন, ডেটা সেন্টার প্রতিষ্ঠা ও ইংরেজির মত বাংলাতেও মেইলিং এড্রেস চালুর আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
গুগল এশীয় প্যাসিফিক লিমিটেডের দক্ষিণ এশিয়া অঞ্চলের গভার্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি ম্যানেজার ক্যালি গার্ডনারের সঙ্গে মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে তারা পরস্পর স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে গুগলের নিরাপদ ব্যবহার, ডিজিটাল প্রশিক্ষণ ও গুগলকে আরও জনবান্ধব করার বিষয়ে আলাপ করেন বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post