ওমান প্রবাসীদের উদ্দেশ্যে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে ২৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ দেয়া পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ সাময়িকভাবে বন্ধ থাকবে। সোমবার দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর রওশন আরা পলি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে এমআরপি পাসপোর্টের বদলে আপাতত ই-পাসপোর্টের জন্য আবেদন করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সকলের সহযোগিতা কামনা করে সাময়িক এই অসুবিধার জন্য আন্ত্রিকভাবে দুঃখ প্রকাশ করেছে দূতাবাস।
দূতাবাস থেকে হটাৎ এমন নির্দেশনা পাওয়ার পর হতাশা প্রকাশ করছেন ওমানে থাকা প্রবাসীরা। বলছেন, এই সেবা বন্ধ হলে প্রবাসীদের অনেক কষ্ট হবে। অনেকের এনআইডি নেই, কারোর কারোর এনআইডির সাথে পাসপোর্টের মিল নেই, আবার এনআইডির সাথে মিল রেখে পাসপোর্ট করলে পূর্বের পাসপোর্টের সাথে তথ্যের গরমিল তৈরি হবে। এসব কারণে ভিসা নবায়নে নতুন জটিলতা বাঁধবে কিনা তা নিয়েও আশঙ্কা অনেকের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post