ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ৩ কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণ পাচারের চেষ্টাকালে প্রসেনজিৎ মণ্ডল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২১ জানুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আংরাইল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে সময় প্রসেনজিৎয়ের কাছ থেকে স্বর্ণের দুইটি বার ও ৩০টি বিস্কুট জব্দ করা হয়। প্রসেনজিৎয়ের গ্রামের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হালদার পাড়ায়। গ্রামটি ইছামতী নদীর তীরবর্তী ও সেখানে বিস্তৃত এলাকাজুড়ে ঘন বাঁশবাগান থাকায় চোরাকারবারিরা কোনো কিছু পাচারের জন্য এই গ্রামটি বেছে নেয়।
এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, রোববার বিকেল ৩টার দিকে তারা দেখতে পান, তিন ব্যক্তি ইছামতি নদী পার হয়ে বাংলাদেশ থেকে বন্য ঘাস নিয়ে ঘন বাঁশবাগানের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করছেন। চোখে পড়ার পর বিএসএফের সদস্যরা তাদের পিছু নেন।
একপর্যায়ে বিএসএফ জওয়ানরা প্রসেনজিৎকে আটকাতে সমর্থ হয় ও তল্লাশি চালিয়ে তার কোমরে কাপড়ের একটি বেল্ট খুঁজে পান। সেই বেল্ট থেকেই স্বর্ণের ২টি বড় বার ও ৩০টি বিস্কুট পাওয়া যায়।
স্বর্ণের বার ও বিস্কুটগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৪ দশমিক ৮২৯ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৯ লাখ ৭০ হাজার রুপি।
প্রসেনজিৎ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামী ও জব্দ করা স্বর্ণ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের কলকাতা শাখায় পাঠানো হয়েছে।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগস কর্মকর্তা ও ডিআইজি একে আর্য বলেন, চোরাকারবারিরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের লোভে ফেলে এই ধরনের কাজ করে। সীমান্তে বসবাসকারী গ্রামবাসীদের বলবো, আপনারা এই ধরনের পাচারের কোনো তথ্য পেলেই আমাদের জানাবেন। তথ্য দেওয়া ব্যক্তির নাম-পরিচয় আমরা গোপন রাখবো।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post