ওমানে আগত সকল নাগরিক এবং প্রবাসীদের ওমানের এয়ারপোর্টে করোনাভাইরাসের পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক বলে জানালেন দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। ওমান বিমানবন্দরগুলি সাপ্লাই ইন্টারন্যাশনালের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এবং চীনা সংস্থা বিজিআইয়ের সহযোগিতায় যাত্রীদের মাস্কাটের আন্তর্জাতিক বিমানবন্দর, সালালাহ বিমানবন্দর, সোহার বিমানবন্দর এবং দুকুম বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা নিয়েছে।
যাত্রী, কেবিন ক্রু, কর্মচারী, এবং বিমানবন্দর ব্যবহার করেছে এমন সকল ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নির্ধারিত স্বাস্থ্য সুরক্ষা প্রোটোকল অনুসারে পিসিআর পরীক্ষা ও ভাইরাসটির প্রাথমিক সনাক্তকরণের দিকে বেশি নজর দিয়েছে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ। এটি ওমান বিমানবন্দরগুলির করোনা পরবর্তী সময়ের সতর্কতামূলক পদক্ষেপের অংশ বলে জানানো হয়েছে। অক্টোবরের শুরুর দিকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে ওমানে। এ সময় প্রতিটি বিমান কোম্পানি সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনার অনুমতি পাবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুনঃ ওমান যেতে নতুন আইন
স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানে প্রবেশের সময় ভ্রমণকারীকে নিজস্ব খরচে বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করতে হবে। ওমান বিমানবন্দর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, ভ্রমণকারীরা তাদের মোবাইলে তারাসুদ প্লাস ডাউনলোড করে নিবে। মোবাইল অ্যাপ্লিকেশনটিতে পিসিআর পরীক্ষা প্রাক বুকিং করতে হবে। অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই ভ্রমণকারী পিসিআরের টাকা প্রদান করতে পারবেন। কারণ দেশটিতে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থ প্রদানের নিরাপদ ও সহজ মাধ্যমে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অনলাইনের মাধ্যমে ভ্রমণকারীরা নিবন্ধন হতে পারবেন।
যারা ৭দিনের কম সময় ওমানে রয়েছেন তাদের তারাসুদ প্লাস মোবাইলে ডাউনলোড করে নিতে হবে। তবে যারা আট দিন বা তার বেশি সময় ওমানে থাকবেন তাদের অবশ্যই কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। এবং হাতে ব্যাসলেট পরিধান করতে হবে। ওমান বিমানবন্দরগুলি তার পূর্বোক্ত বিবৃতিতে জানিয়েছে যে, মার্চের শেষের দিকে ভ্রমণ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্তের পর থেকে সংস্থাটি মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দরে সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সর্বদা চেষ্টা চালিয়ে গেছে।
বিস্তারিত দেখুন আজকের বুলেটিনেঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post