সুদানে চলমান সংঘাতে ১৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ২৬ হাজার আহত হয়েছে। ২১ জানুয়ারি, রোববার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) এই তথ্য জানিয়েছে।
ওসিএইচএ এক বিবৃতিতে বলেছে, গত বছরের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সুদানের প্রায় ৭৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সংঘাতে ১৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
জাতিসংঘের কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সুদানে এখন কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ১৬ জানুয়ারী পর্যন্ত দেশটিতে ৯ হাজার ৭০০ জনের বেশি কলেরায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এতে ২৬৯ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সংঘাত শুরু হয়। মূলত ক্ষমতাকে কেন্দ্র করে দুই জেনারেলের দ্বন্দ্ব থেকেই এই যুদ্ধ শুরু হয়। ১৫ এপ্রিল দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে সেনাবাহিনী এবং মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরু হয়।
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। অবশ্য দেশ দুটির মধ্যস্থতায় বেশ কয়েকটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তিও হয়েছে। কিন্তু এই চুক্তিগুলো দেশটিতে চলমান সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post