ওমানে সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে পহেলা অক্টোবর থেকে তফসিলযুক্ত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) ওমানে পরিচালিত সকল বিমান সংস্থাগুলিকে বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যেই যাত্রীদের সেবা প্রদানে শুক্রবার মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশনাল রিটার্নের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট আগামী পহেলা অক্টোবর থেকে পুনরায় শুরু হবে। ওমানের জাতীয় বাহক ওমান এয়ার এবং সালাম এয়ার মিশর, সুদান, পাকিস্তান, তুরস্ক ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ফিলিপাইন, তানজানিয়া এবং ইথিওপিয়ায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। তবে পূর্বের নিয়মে সপ্তাহে ৩টি ফ্লাইটের অনুমোদন থাকলেও বর্তমান নিয়মে সপ্তাহে দুইটির বেশি ফ্লাইট পরিচালনা করতে পারবেনা কোনো এয়ারলাইন্স কোম্পানি।
করোনা সতর্কতা বাস্তবায়নের কারণে ওমান ও উল্লিখিত দেশগুলির মধ্যে বিমান পরিবহন চলাচল, নির্বাচিত বিমানবন্দর ও মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর বা অন্যান্য বিমানবন্দরগুলির মধ্যে সাপ্তাহিক দুইটি ফ্লাইট চলাচলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দ্বিপাক্ষিক বিমান পরিবহন চুক্তি অনুসারে সপ্তাহে দুইটি করে নির্ধারিত দেশগুলোতে তফসিলযুক্ত ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। পরিস্থিতি অনুসারে নিয়মিতভাবে তফসিলের ফ্লাইটের সীমিত অপারেশন পর্যালোচনা করবে ও ভ্রমণের প্রয়োজনীয়তা বিবেচনা করবে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ শুধুমাত্র বৈধ ভিসাধারীরাই পাচ্ছেন ওমানে আসার সুযোগ
কেবল ওমানি নাগরিক এবং বৈধ আবাসনের অনুমতি প্রাপ্ত নাগরিকরাই অনুমোদন ছাড়াই সুলতানে প্রবেশের অনুমতি পাবেন বলে জানিয়েছে সুপ্রিম কমিটি। ওমান ভ্রমণকারী বা অন্যান্য কাজে ওমানে আসা ব্যক্তিদের ওমানে আনার অনুমতি দেওয়া হবে না। তবে সকল নাগরিক বা বৈধ আবাসন অনুমতি রয়েছে নাগরিকদের ওমানে আসলে তাদের এক মাসের করোনা চিকিৎসার ব্যয় বহন করার মতো অর্থ নিয়ে আসতে হবে। তাছাড়াও আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা, তারাসুদ প্লাস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।
আরো দেখুনঃ ওমানের আজকের গুরুত্বপূর্ণ সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post