প্রবাসীরা সব সময় বন্ধু হিসেবে দেশের পাশে থেকেছেন। দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা প্রবাসীরাই যোগান দেন- রোববার ঢাকার বিএফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এসব কথা বলেন। দেশের সকল সংগ্রাম সংকটে প্রবাসীরাও সমান অবদান রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা বর্তমানে প্রেরিত অর্থের ওপর ২.৫ শতাংশ প্রণোদনা পান। ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে।বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে প্রবাসীদের সাথে সদাচরণ, নিরাপত্তা প্রদান এবং যথাযথ মর্যাদা দেয়ার প্রসঙ্গেও কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি বাঙলা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post