ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শঙ্কর। শনিবার স্থানীয় সময় বিকেলে উগান্ডার কাম্পালায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দেখা হয় তাঁর। এরপর তিনি এক্স হ্যান্ডেলে এ কথা লিখেছেন।
তিনি লিখেছেন, “ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে দেখা করে আনন্দিত। তাঁর নিয়োগের জন্য তাঁকে অভিনন্দন জানাই এবং তাঁর সার্বিক সাফল্য কামনা করি। আর শিগগির তাঁকে দিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।”
বিকেলে কাম্পালায় সাইড লাইন বৈঠকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post