কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশার কারণে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
নিহতরা হলেন— কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুলের ছেলে বিপ্লব (২৫)।
স্থানীয়রা জানান, আজ সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে প্রবাসী বড় ছেলেকে বিদায় জানিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। সোনাহাট ব্রিজ ও পাটেশ্বরী গ্রামের মধ্যবর্তী তালতলা এলাকায় পৌঁছলে ঘনকুয়াশায় এক নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা ভূরুঙ্গামারী সরকারি হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post