ওমানে ভাগিনার হাতে দুই মামা খুন, নেতিবাচক প্রভাবের আশংকা দেশটির শ্রম বাজারে
মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমানের ইবরি নামক স্থানে ভাগিনার হাতে দুই মামা খুন হয়েছেন। এই ঘটনায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উপর নেতিবাচক প্রভাব পরতে পারে বলে আশংকা করছেন প্রবাসীরা।
গত ২৪-সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ওমানের ইবরি নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের নাম মোঃ জানে আলম (৪০) ও মোঃ হাবিব (৩৮)। নিহত দুইজনই সম্পর্কে আপন ভাই। ঘটনাস্থল পরিদর্শন করে ইবরি থেকে মালাম মাহমুদ নামে এক প্রবাসী আমাদের জানান, নিহত দুইভাই ইবরিতে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেন। সেখানে তাদের গ্রিল ওয়ার্কশপ সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ছিলো।
দোকানের কর্মচারী হিসেবে আপন খালাতো বোনের ছেলে শাকপুরার ১নং ওয়ার্ডের উত্তর পাড়ার জহির আহমদের ছেলে মোঃ জাবেদকে বিদেশে নিয়ে যান। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুমের সবাই ঘুমিয়ে গেলে রাত আনুমানিক একটার দিকে খুনি ভাগিনা তার মামার রুমে প্রবেশ করে ছুরি দিয়ে জবাই করে। এমতাবস্থায় তার পাশে থাকা অপরভাই সচেতন হলে খুনি ছুরি দিয়ে মোঃ জানে আলমকেও হত্যা করে এবং রুমে থাকা বাকি ৫/৬ জনকে আহত করে পালিয়ে যায় খুনি জাবেদ।
আরো পড়ুনঃ ওমান যেতে পিসিআর পরীক্ষার প্রয়োজন নেই
এদিকে খুনি জাবেদের বিরুদ্ধে ইতিমধ্যেই হুলিয়া জারী করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। শুক্রবার ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে খুনি জাবেদের ছবি দিয়ে তাকে ধরিয়ে দিতে অনুরোধ জানানো হয়েছে। ওমানের এমন মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশী প্রবাসীরা। শুক্রবার রাতে প্রবাস টাইমের লাইভে এসে ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, মোঃ ইউনুস, জবলুল আনোয়ার বাদল, মোঃ নাসির ও শেখ ফাহাদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সেইসাথে এই খুনির কঠোর বিচারের দাবী জানিয়েছেন তারা। সেইসাথে পরবর্তীতে ওমানে যেনো এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই অনুরোধ জানান সকল প্রবাসীদের।
আরো পড়ুনঃ শুধুমাত্র বৈধ ভিসাধারীরাই পাচ্ছেন ওমানে আসার সুযোগ
ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই খুনি জাবেদকে আটক করে দেশটির রয়্যাল ওমান পুলিশ। গোপন সুত্রে জানাগেছে, জাবেদ উক্ত ঘটনার পর বর্ডার দিয়ে দুবাই পালানোর চেষ্টা করছিলো। গতকাল রাতে সে সোহার পর্যন্ত যেয়ে পৌঁছায়। রাতে সোহারে তার পরিচিত এক প্রবাসির বাসায় আত্মগোপন করতে চাইলে তাকে বাসায় ঢুকতে না দিলে সে সোহারের একটি বাগানের ভিতর আম গাছের নিচে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরে। এমতাবস্থায় তার মোবাইল নাম্বার ট্রাকিং করে এবং স্থানীয় প্রবাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। খুনি জাবেদকে গ্রেফতারে তথ্য দিয়ে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
আরো দেখুনঃ ওমানে টিকিট জালিয়াতি চক্রের মুল হোতা মোজাম্মেল
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post