মহামারী করোনার প্রাদুর্ভাবে ওমানের অর্থনীতি সচল রাখতে একের পর এক নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। ব্যবসায়ী থেকে শুরুকরে শ্রমিক কেউই বাদ পরছেন না সরকারের নানা সুযোগ সুবিধা থেকে। বৈধ অবৈধ ওমানি প্রবাসী সবার জন্যই নানা সুবিধা দিচ্ছে ওমান সরকার। ইতিমধ্যেই ওমানের রেসিডেন্স কার্ড (পতাকা) নবায়ন ফি ৩০১ রিয়াল থেকে কমিয়ে পুনরায় ২০১ রিয়ালের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি।
আরো পড়ুনঃ ওমান যেতে পিসিআর পরীক্ষার প্রয়োজন নেই
নতুন এই ঘোষণা অনুযায়ী এখন থেকে চলতি বছরের ডিসেম্বর নাগাদ প্রবাসীরা ৩০১ রিয়ালের পরিবর্তে ২০১ রিয়াল দিয়েই ভিসা নবায়ন করতে পারবে। তবে এখানে কিছু শর্ত রয়েছে বলে জানাগেছে। ওমানি কর্মীদের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সগুলির পাশাপাশি সামাজিক বীমা ও ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলিরও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। সেইসাথে বিদেশ থেকে কর্মী আনতে চাইলে তাদের সংখ্যার ভিত্তিতে ব্যয় নির্ধারণ করা হবে। এছাড়াও অস্থায়ী বা খণ্ড কালীন নিয়োগকর্তাদের জন্যও ওয়ার্ক পারমিটের অনুমোদন করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কমিটি।
আরো দেখুনঃ ওমান প্রবাসীদের দারুণ সুখবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post