বিমানের টয়লেট নিয়ে আতঙ্ক আর কৌতূহল অনেকের আছে। তবে এবার সামনে এসেছে সেই টয়লেটেরই একটি ঘটনা। মাঝ আকাশে বিমানের টয়লেটে প্রায় ঘণ্টাব্যাপী আটকা পড়েছেন এক যাত্রী। বুধবার ( ১৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে বিমানের টয়লেটে যান এক যাত্রী। এরপর সেখানে আটকে পড়েন তিনি। এমনকি চেষ্টা করেও বের করা যায়নি। ফলে পুরোটা পথ টয়লেটেই পাড়ি দিয়েছেন তিনি। আর ঘটনাটি ঘটেছে ভারতে।
বিমানটি ভারতের মুম্বাই থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এ সময় এক যাত্রী বিমানের টয়লেটে গিয়ে আটকা পড়েন। প্রথমে যাত্রীরা বাইরে থেকে চেষ্টা করেন। পরে বিমানের ক্রুরাও চেষ্টা করে তাকে বের করতে পারেননি। বিমানটি অবতরণের পর প্রকৌশলীকে ডেকে দরজা খুলে ওই যাত্রীকে বের করে আনা হয়েছে।
এ ঘটনায় বিমানের পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পাইসজেট এক বিবৃতি দিয়েছে। তারা এ ধরনের ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও ক্ষমা চেয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ওই যাত্রীর বিমানভাড়া ফেরত দিয়েছে।
বিবৃতিতে তারা জানিয়েছে, গত ১৬ জানুয়ারি তাদের একটি ফ্লাইটে এক যাত্রী দুর্ভাগ্যবশত প্রায় এক ঘণ্টার জন্য টয়লেটে আটকা পড়েন। বিমানটি মাঝ আকাশে থাকায় এবং দরজার তালায় ত্রুটির কারণে তিনি আটকা পড়েছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভেতরে আটকা পড়লেও ওই যাত্রীকে ক্রুরা সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে সহায়তা করে আসছিলেন। বিমানটি অবতরণের পর প্রকৌশলীর মাধ্যমে দরজা খুলে দেওয়া হয়। পাশাপাশি ওই যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post