ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘন্টায় নতুন ৫৬৮ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ সুপ্রিম কমিটির বৈঠকে এই তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রী ডঃ আহমদ আল সাইদী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৯০৭ জন। দেশটিতে নতুন নতুন ১০ জনের মৃত সহ মোট মৃত্যুর সংখ্যা ৮৮৫ জন।
ওমানে দিনদিন আক্রান্ত বাড়লেও কমেছে করোনা সুস্থতার হার। আজ দেশটির করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সুপ্রিম কমিটির সংবাদ সম্মেলনে এই কথা বলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমদ আল সাইদী, পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ডা. সাইদ বিন হামুদ আল মাওয়ালি, এবং সিভিল এভিয়েশন অথরিটির সভাপতি মোহাম্মদ আল জাবি।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশটিতে করোনাভাইরাসে সুস্থতার হার ৯৪ শতাংশ থেকে ৯১ শতাংশে নেমে এসেছে। তিনি আরো বলেন দুই সপ্তাহের মধ্যে দেশে ফ্লিড হাসপাতাল চালু করা হবে। এদিকে সারা বিশ্বেই বাড়ছে করোনা মহামারী। আজ একদিনে করোনা শনাক্তের নতুন বিশ্ব রেকর্ড করেছে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২১ লাখ ৩ হাজার। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮২ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৩ লাখ ১৫ হাজার ৭১৭ জন।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮২ হাজার ৪২ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লাখ ৩ হাজার ৪৭৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৩৩৭ জন।
আরো পড়ুনঃ ওমান প্রবেশে প্রয়োজন নেই মোফা’র অনুমোদন
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ওমানের পুরাতন বিমানবন্দরটি ফিল্ড হাসপাতাল করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও জনগণের নিরাপত্তার জন্য সবধরনের পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো দেখুনঃ ওমানে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post