অশালীন পোশাকের উপর জরিমানা নির্ধারণ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম প্রধান দেশ ওমান। সকল নাগরিদের একটি নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলতে এবং ওমানের মল ও পাবলিক প্লেসে জনসাধারণের শালীন পোশাক পড়ার ক্ষেত্রে একটি নতুন পরিকল্পনা নিয়েছে মাস্কাট পৌরসভা। অশালীন পোশাকের কারণে সমাজে নেতিবাচক প্রভাব পরার বিষয়টি মাথায় রেখে নতুন এই নিয়ম তৈরি করা করা হয়েছে বলে জানিয়েছেন মাস্কাট পৌর কাউন্সিলের পাবলিক অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান কায়স আল মাশারী।
ওমানে দিনদিন অশ্লীল পোশাক পরিধানের মাত্রা বৃদ্ধি পাওয়ায় এবং দেশের রীতিনীতি, ঐতিহ্য ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। নতুন এই সিদ্ধান্ত জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হবে বলেও মনে করেন তিনি। এই সিদ্ধান্ত দেশের সকল নারী-পুরুষের জন্য প্রযোজ্য বলেও জানান এই কর্মকর্তা। মাস্কাট পৌর কমিটির সুপারিশ অনুসারে অক্টোবরে অনুষ্ঠিত পরবর্তী সভায় রয়্যাল কোর্টে বিষয়টি আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরো পড়ুনঃ ওমান প্রবেশে প্রয়োজন নেই মোফা’র অনুমোদন
নতুন এই নিয়মে স্লিভলেস শার্ট এবং শর্টস ড্রেস অথবা হাঁটুর ওপরে থাকে এমন পেষাক পরে সর্বজনীন এলাকায় বের হলে ১০০ থেকে ৩০০ রিয়াল জরিমানার পাশাপাশি এক থেকে তিন মাস পর্যন্ত জেল জরিমানা করা হবে। সেইসাথে ওমানের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মলগুলিকে তাদের নতুন ড্রেস কোডের মান নির্ধারণ করতে হবে বলেও জানান তিনি।
আরো দেখুনঃ ওমানে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post