গোয়া বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায়, ইন্ডিগোর দিল্লিগামী একটি বিমান নির্ধারিত সময়ের প্রায় ৯ ঘণ্টা পরও উড়ে যেতে পারেনি। বিমানটিকে শেষ পর্যন্ত মুম্বাই বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে যাত্রীরা পড়েন ভোগান্তিতে। জরুরি অবতরণের পর বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের নেমে আসার অনুরোধ করলেও তারা নামতে অস্বীকার করেন। শেষে দেখা যায় বিরক্ত হয়ে রানওয়েতে বসে পড়েই রাতের খাবার খান যাত্রীরা।
রোববার দুপুর ২টা ২৫ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগোর বিমানটির। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য বিমানটি রাত ১১টা ৪০ মিনিটে গোয়া বিমানবন্দর ছাড়ে।
কিন্তু মাঝআকাশেই পথ বদলে সেটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে। তার পর যাত্রীদের নেমে আসার অনুরোধ করা হয়। বিমান সংস্থাটির পক্ষ থেকে খাবারও দেওয়া হয় যাত্রীদের।
কিন্তু ক্লান্ত এবং বিরক্ত যাত্রীরা বিমান থেকে নামতে রাজি হননি। অনেকেই দ্রুত দিল্লি পৌঁছে দেওয়ার আর্জি জানান। শেষমেশ বহু ভোগান্তির পর সোমবার রাত ২টা ৩৯ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি।
এদিকে সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দেন যাত্রীরা। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর সচিবালয়, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে ট্যাগ করে অনেকেই দাবি করেন যে, বিমানে থাকা মেয়েদের নিরাপত্তার সঙ্গে আপস করা হয়েছে। পরে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেন ইন্ডিগোর মুখপাত্র।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post