দীর্ঘদিন বন্ধের পর অবশেষে আগামী পহেলা অক্টোবর থেকে স্বাভাবিক ফ্লাইটের জন্য খুলে দেওয়া হচ্ছে ওমানের মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্ট। ইতিমধ্যেই যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। যাত্রীদের এয়ারপোর্টের রেজিস্ট্রেশন থেকে শুরুকরে কোভিড স্যাম্পল কালেকশন পর্যন্ত এয়ারপোর্টের সকল অফিসিয়াল কাজে যাত্রীদের সহযোগিতার জন্য ইতিমধ্যেই ১৫০ জন সেচ্ছাসেবী নেওয়ার ঘোষণা দিয়েছে মাস্কাট এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আগ্রহীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুনঃ https://www.muscatairport.co.om/en/test-flight
মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে সেচ্ছাসেবী হিসেবে কাজ করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের আবেদন করতে অনুরোধ জানিয়েছে বুধবার (২৩-সেপ্টেম্বর)। ওমানি এবং প্রবাসী যেকেউই এতে কাজ করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টায় মাস্কাট এয়ারপোর্টে অনুষ্ঠিত হবে বাছাই কার্যক্রম। বিমানবন্দরের সকল ব্যবস্থা পুনরায় খোলার আগে ট্রায়ালের অংশ হিসেবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ ওমান প্রবেশে প্রয়োজন নেই মোফা’র অনুমোদন
আগামী পহেলা অক্টোবর থেকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আগত সকল যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই স্বেচ্ছাসেবকদের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবীরা ওমানে আগত যাত্রীদের কোভিড পরীক্ষার স্যাম্পল কালেকশন থেকে শুরু করে এয়ারপোর্টে রেজিস্ট্রেশন সহ সকল কিছুতে যাত্রীদের সহযোগিতা করবে। সেচ্ছাসেবীদের খাওয়া, থাকা ও করোনার পিসিআর পরীক্ষাসহ আরো বেশকিছু সুবিধা ভোগ করতে পারবেন। এই কাজের জন্য মোট ১৫০ জন স্বেচ্ছাসেবী নেওয়ার কথা জানিয়েছে আজ মাস্কাট এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
আরো দেখুনঃ ওমানে নতুন আইন
আরো পরুনঃ ওমানে শ্রমিকদের ৯ ঘন্টার বেশি কাজ করানো বেআইনী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post