বরগুনা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণকাজে বাধা প্রদানের অভিযোগে দিলীপ সরকার নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর সাড়ে ১১টার দিকে এ কারাদণ্ড প্রদান করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা। দণ্ডপ্রাপ্ত দিলীপ বরগুনা পৌরসভার ক্রোক এলাকার মৃত অতুল সরকারের ছেলে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার। এ সময় মসজিদ নির্মাণকাজে বাধা দেন দিলীপ সরকারসহ চারজন। এ সময় তাদের আটক করা হয়। পরে অপরাধ বিশ্লেষণ করে দিলীপ সরকারকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আর বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, নিয়মবহির্ভূতভাবে সরকারি কাজে বাধা দেন দিলীপ সরকার। তাই মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post