অবশেষে ওমানের বৈধ ভিসা প্রাপ্ত প্রবাসীদের পুনরায় ওমানে ফিরে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক বিষয়ক উপ-সচিব শেখ খলিফা বিন আলী আল হারথি।
সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এখন থেকে কোনা বৈধ প্রবাসীদের ওমানে ফিরে আসতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন নেই। পহেলা অক্টোবর থেকে কোনো অনুমোদন ছাড়াই প্রবাসীরা ওমানে ফিরতে পারবে বলে জানান তিনি। ওমানে প্রবেশের জন্য শুধুমাত্র বৈধ ভিসা থাকলে যেকোনো প্রবাসী পুনরায় ওমান প্রবেশে আর কোনো বাধা নেই বলেও জানান এই কর্মকর্তা।
আগামী পহেলা অক্টোবর থেকে দেশটির এয়ারপোর্ট খোলার পাশাপাশি সীমান্তের বর্ডার ও খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওমানের এক শীর্ষ সরকারী কর্মকর্তা। পহেলা অক্টোবর থেকে নাগরিক এবং প্রবাসীরা উভয়ই স্থলবন্দর ব্যবহার করে ওমানে প্রবেশ করতে এবং বেরিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন তিনি। আজ ওমানের এক জাতীয় গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন উক্ত সরকারী কর্মকর্তা। ওমান সুপ্রিম কমিটির সর্বশেষ ঘোষণা অনুযায়ী বৈধ ভিসা প্রাপ্ত প্রবাসীদের পুনরায় ওমানে ফিরে পিসিআর পরীক্ষা করতে হবে এবং ১৪ দিনের কোয়ারান্টাইন মেনে চলতে হবে।
আরো পড়ুনঃ ওমান প্রবেশে আর কোনো বাধা নেই
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post