দেশে ভুয়া করোনা সনদের পর এবার ওমানেও ভুয়া করোনা সনদ কেলেঙ্কারিতে জড়াচ্ছেন প্রবাসীরা
ওমান থেকেও দেশে আসছে করোনা রোগী শিরোনামে গত ১৯ সেপ্টেম্বর প্রবাস টাইম থেকে নিউজ প্রচারের পর নতুন আইন জারী করেছে ওমান সরকার। এখন থেকে ওমানে করোনা পরিক্ষার পর ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উক্ত কোভিড টেস্ট রিপোর্ট সত্বায়িত করতে হবে এমন নতুন আইন করেছে দেশটির সরকার।
সাহেদ কিংবা সাবরিনা শুধুমাত্র দেশেই না বিদেশের মাটিতেও এদের মতো অসাধু চক্র রয়েছে। যারা প্রবাসে বসেই করোনা সনদ ও টিকিট জালিয়াতি করে রাতারাতি বনে যাচ্ছেন কোটিপতি। আর এর খেসারত দিতে হচ্ছে দেশের অর্থনীতির চাকা সচল রাখা সকল রেমিট্যান্স যোদ্ধাদের।
ওমানে করোনা সনদ জালিয়াতির কারনে ইতিমধ্যেই জারি করেছে ওমান সরকার। নতুন আইন অনুযায়ী সরকারি ছুটির দিন ব্যতীত নির্ধারিত ৩ টি স্থান থেকে আপাতত কোভিড টেস্ট রিপোর্ট সত্বায়িত করা যাবে। সরকার নির্ধারিত ৩ টি স্থানের মধ্যে রয়েছে মাস্কাটের আল মুজাম্মা ষ্ট্রীটে অবস্থিত ডিরেক্টর অফ প্রাইভেট হেলথ স্টাবিলিসমেন্ট অফিস থেকে ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল সাড়ে সাত টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং বৌসার পলি ক্লিনিক ও সিব পলি ক্লিনিক থেকে ছুটির দিন ব্যতীত রাত ৯টা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সনদ সত্যায়িত করতে পারবে প্রবাসীরা।
আরো পড়ুনঃ ওমান প্রবেশে আর কোনো বাধা নেই
এ ছাড়াও শুক্র ও শনিবার বিকেল সাড়ে চারটা থেকে সকাল সাড়ে সাত টা পর্যন্ত বৌসার এবং সিব পলি ক্লিনিক থেকেও করোনা রিপোর্ট সত্বায়িত করা যাবে বলে জানিয়েছে ওমান সরকার। প্রতিটি করোনা সনদ সত্যায়িত করতে ৫ রিয়াল ফি নির্ধারণ করেছে ওমান সরকার। অর্থাৎ এখন থেকে করোনা পরীক্ষা বাবদ অতিরিক্ত ৫ রিয়াল করে গুনতে হবে ওমান প্রবাসীদের।
দেশে ভুয়া করোনা সনদের পর ওমানেও এভাবে ভুয়া করোনা সনদ কেলেঙ্কারিতে জড়াচ্ছেন প্রবাসীরা। গুটি কয়েক অসাধু প্রবাসীদের জন্য এখন সমস্যায় গোটা কমিউনিটি। ইতিমধ্যেই এর নেতিবাচক প্রভাব পরতে শুরু করেছে ওমানের গোটা বাংলাদেশ কমিউনিটিতে। ভুয়া করোনা সার্টিফিকেট ইস্যুতে ক্ষুব্ধ ওমান প্রবাসীরা।
আরো পড়ুনঃ ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ
বিষয়টি ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ের কাছে জানালে তিনি প্রবাস টাইমকে বলেন, দুতাবাসের কর্মকর্তা কর্মচারীরা সততা ও আন্তরিকতার সাথে কাজ করছে কিনা সেটা আমার দেখার বিষয়। ডাক্তারের সাটিফিকেট জাল কিনা সেটা দেখার মত দক্ষ লোক দুতাবাসের নেই। কেউ সেক্ষেত্রে কোন অনিয়ম করলে যে কেউ প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলেন রাষ্ট্রদূত।
আজকের বুলেটিন দেখুন ওমানের সব সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post