শূকরের মাংস খাওয়ায় সারা পৃথিবীর মধ্যে প্রথমে রয়েছে চীন। প্রতি বছর দেশটিতে শূকর মাংসের চাহিদা পূরণে বিপুল পরিমাণ শূকর আমদানি করা হয়। এর মধ্যে বাংলাদেশও ছিল একটি গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু সম্প্রতি চীন থেকে শূকর আমদানি বন্ধ করে দিয়েছে।
দেশে আফ্রিকান সোয়াইন ফিভার দেখা দিয়েছে—ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ বা বিশ্ব পশুস্বাস্থ্য সংস্থা এমন খবর দেওয়ার পর চীন এ পদক্ষেপ নিয়েছে বলে চীনা শুল্ক বিভাগ জানিয়েছে।
বেইজিং থেকে পাঠানো বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চায়না কাস্টমস এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশের পশুসম্পদ খাত রক্ষা ও সম্ভাব্য মহামারি রুখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ জানিয়েছে, বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের একটি খামারে আফ্রিকান সোয়াইন ফিভার দেখা দিয়েছে।
চায়না কাস্টমসের বিবৃতিতে বলা হয়েছে, জাহাজ, বিমান বা অন্য যেকোনো পরিবহনে বাংলাদেশ থেকে পাঠানো পশু ও গাছগাছালির বর্জ্য অবশ্যই শুল্ক বিভাগের তত্ত্বাবধানে অপসারণ করতে হবে।
পৃথিবীর অর্ধেকের মতো শূকর পালন করা হয় চীনে। দেশটির যেসব খামারি এ শিল্পের সঙ্গে জড়িত, তাঁরা গত নভেম্বর থেকে লাখ লাখ শূকর মেরে ফেলছেন। শূকর উৎপাদনে অতিরিক্ত খরচ, কম দাম ও আফ্রিকান সোয়াইন ফিভার ছড়িয়ে পড়ার কারণে খামারিরা এ কাজ করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post