গত বছর সোশাল মিডিয়ায় তোলপাড় করা আবিষ্কৃত এলিয়েন মমি আর কিছু নয়, বরং ছিল পশুর হাড় দিয়ে তৈরি একটি পুতুল মাত্র। এ তথ্য নিশ্চিত করেছেন পেরুর বিশেষজ্ঞ ও দেশটির কর্তৃপক্ষ। শনিবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গেল বছর অক্টোবরে পেরুর লিমা বিমানবন্দরে রহস্যজনকভাবে পাওয়া যায় একজোড়া ‘এলিয়েন মমি’। পরবর্তীতে, সোশাল মিডিয়ায় মমিটির ছবিসহ বেশ তোলপাড় সৃষ্টি হয় ।
তবে বিভিন্ন গবেষণার পর পেরুর ইনস্টিটিউট অফ লিগ্যাল মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্স এর প্রত্নতাত্ত্বিক ফ্লাভিও এস্ট্রাদা এক সংবাদ সম্মেলনে জানান, এই পুতুলটি তিন আঙ্গুলযুক্ত হাতের প্রাণী ও মানুষের হাড় আধুনিক সিন্থেটিক আঠা দিয়ে একত্রিত করা হয়েছে যা দেখতে এলিয়েন মমির মতো। এটি কোন বহিজাগতিক অথবা আন্তঃজাগতিক প্রজাতি কিছুই নয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post