মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম অত্যাধুনিক সামরিক ড্রোন দৃষ্টি ১০ ‘স্টারলাইনার’ প্রকাশ্যে আনলো আদানি গ্রুপ। বুধবার ভারতের নিজস্ব তৈরি প্রথম এই ড্রোনটির উদ্বোধন করেন দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।অত্যাধুনিক, উচ্চ-সহনশীল, যুদ্ধে ব্যবহারযোগ্য ও দেশে তৈরি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতের কৌশলগত উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই ড্রোনটি উন্নত বুদ্ধিমত্তা, নজরদারি এবং পুনঃনিরীক্ষণ প্ল্যাটফর্ম প্রদান করবে, যার ৩৬ ঘণ্টা দীর্ঘস্থায়িত্ব, ৪৫০ কেজি পেলোড ক্ষমতা, একমাত্র সর্ব-আবহাওয়া সামরিক প্ল্যাটফর্ম যা পৃথক এবং পৃথকীকৃত উভয় আকাশপথে উড়তে পারে।
অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং আইএসআর প্রযুক্তি ও সামুদ্রিক আধিপত্যে স্বনির্ভরতার জন্য ভারতের একটি রূপান্তরমূলক পদক্ষেপ।
তিনি বলেন, দৃষ্টি ১০ যুক্তকরণ আমাদের নৌ অভিযানে সক্ষমতাকে বাড়িয়ে তুলবে এবং নিরন্তর সামুদ্রিক নজরদারির প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
এদিন হায়দ্রাবাদের আদানি অ্যারোস্পেস পার্কে দৃষ্টি ১০ ড্রোনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তায় আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post