মাদকের কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এরপর সেখান থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, যা টাকার অঙ্কে প্রায় দেড় কোটি টাকা মূল্যের। এ সময় এক বিজ্ঞানীকেও আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।
শুক্রবার (১২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই পুলিশ বৃহস্পতিবার এ অভিযান চালায়। এ সময় ৫০৩ গ্রাম এমডি মাদক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ১৮ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় দেড় কোটির টাকার বেশি। এ ছাড়া এ ঘটনায় জড়িতে সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক দুই ব্যক্তির মধ্যে ২৪ বছর বয়সী এক রাসায়নিক বিজ্ঞানী রয়েছেন। তার নাম নূর আলম মাহবুব আলম চৌধুরী। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মাদক কারখানায় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে থাকতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে মেফেড্রোন নামের সিন্থেটিক মাদক তৈরির কাজে ল্যাব পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞানী ছাড়া গ্রেপ্তার অপর ব্যক্তির নাম আবরার ইব্রাহিম শেখ।
এর আগে গত মাসের শুরুতে উচ্চমানের কাশ্মীরি চরস (হাশিশ) সহ ছয়জনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। ওই সময়ে তাদের কাছ থেকে দুই কেজি ৬০০ গ্রাম এ পদার্থ জব্দ করা হয়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ছাড়া ওই সময়ে ২২ লাখ টাকার ১২০ মেফেড্রোন মাদক জব্দ করে। মুম্বাই পুলিশের অ্যান্টি-নার্কোটিকস সেল (এএনসি) এ অভিযান পরিচালনা করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post