হাসপাতালের ওয়ার্ড রেজিস্ট্রারদের খাতায় গরিব রোগীদের জন্য ওষুধ দেওয়ার কথা লেখা থাকলেও বাস্তবে তা দেওয়া হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে রোগীর জন্য স্টোর রুম থেকে ওষুধ সরবরাহ করা হলেও বেডে পাওয়া যাচ্ছে না রোগী। এছাড়াও অনেক রোগীর প্রেসক্রিপশনে চিকিৎসক নানা ধরনের ওষুধ লিখলেও দেওয়া হচ্ছে দামি ওষুধ।
চট্টগ্রাম মেডিকেলের নানা ওয়ার্ড ও জরুরি বিভাগে অভিযান চালিয়ে এমন অনিয়মের তথ্য পেয়েছে দুদক। অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি হাসপাতাল পরিচালকের।
গরিব রোগীদের সরকারি ওষুধ সরবরাহ না করা ও ওষুধ ক্রয়ে কারসাজিসহ নানা অনিয়মের তথ্য ছিল দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে ছদ্মবেশে যাওয়ার পরে ৪ সদস্যের একটি দল নিয়ে চট্টগ্রাম মেডিকেলে অভিযান শুরু করে।
দুপুরে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে যায় দলটি। সেখানে দেখা যায় ওয়ার্ড রেজিস্ট্রারে খাতায় লেখা আছে এন্টিবায়োটিক সেফুরসহ নানা ওষুধ দেওয়া হয়েছে রোগীকে। বাস্তবে বেডে দেয়া হয়নি। চিকিসকও লেখেনি প্রেসক্রিপশন ওষুধটি। হাতে নাতে ধরে ওয়ার্ড রেজিস্ট্রার মিনতি বড়ুয়া ও ফাতেলা খাতুনকে। একই রকম অভিযোগ পাওয়া যায় জরুরি বিভাগেও। যেখানে বেড়ে ওষুধ সরবরাহ করা হলেও পাওয়া যানি রোগীকে। রোগীদের বাধ্য করান বাইরে থেকে ওষুধ কেনাতে।
দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ‘আমরা বিষয়টি পরিচালককে জানিয়েছি। তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।’ এরপর ওষুধের স্টোর রুমে যায় দুদকের দলটি। খতিয়ে দেখেন নানা ওয়ার্ডে পাঠানো ওষুধ ও গ্রহণে খাতা ঠিক আছে কিনা। তবে সেখানে বড় অনিয়ম পাওয়া না গেলেও ওয়ার্ডে নানা অনিয়মের কথা স্বীকার করেন স্টোর অফিসার।
সিনিয়র স্টোর কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘স্টোরে কোনো অনিয়ম পাওয়া যায়নি। তবে নানা ওয়ার্ডে কারসাজি পাওয়া যায়।’ চমেক থেকে পাওয়া নানা অভিযোগ নিয়ে ৪ সদস্যের দুদকের দলটি যায় হাসপাতাল পরিচালকের কার্যালয়ে। সম্মেলন কক্ষে আলোচনায় পরিচালককে জানানো হয় নানা অনিয়মের কথা। পরিচালকও নানা সংকটের কথা তুলে ধরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘আমার অনেক সীমাবদ্ধতা আছে। আইনশৃঙ্খলা বাহিনী নেই। তারপরও আমরা চালিয়ে যাচ্ছি।’ এর আগেও নানা অনিয়মের অভিযোগ চট্টগ্রাম মেডিকেলে বেশ কয়েকবার অভিযান চালিয়াছিল দুদক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post