মাত্র দুই বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে ওমান গিয়েছিলেন মোহাম্মদ রাজিব হোসেন। তবে গাড়ির চাকায় পিষ্ট হওয়া রাজিব কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন। নিহত এই ওমান প্রবাসী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নের নূর নবীর ছেলে। বুধবার সন্ধ্যায় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে ওমানে পাড়ি জমান রাজিব। গত ২৬ ডিসেম্বর মাস্কাটে কাজে যাওয়ার পথে গাড়ি চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। বুধবার বিকেলে তার মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখার জন্য আত্মীয়, বন্ধু ও এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন।
রাজিবের এক চাচা বলেন, ওমান যাওয়ার পর এলাকার আরও লোকজনের সঙ্গে সমুদ্রে মাছ ধরার কাজ করত সে। সেদিনও মাইক্রোবাসে কয়েকজনের সঙ্গে মাছ শিকারের জন্য যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। আর নিহতের বাবা নূর নবী তার ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post