বিদায়ী বছরে হাজারেরও বেশি প্রবাসীকে দেশ থেকে বের করেছে ওমান। শ্রম আইন লঙ্ঘনের কারণে ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ২০০ প্রবাসীর ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়। ওমানের শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সদ্য সমাপ্ত ২০২৩ সালের সাড়ে ১১ মাসে দেশের বিভিন্ন প্রশাসনিক দলের সাথে মন্ত্রণালয়ের যৌথ আভিযানিক দল বহু সংখ্যক অভিযান পরিচালনা করে। এরমধ্যে আদ দাখিলিয়্যাহ এবং আল উস্তা এলাকার ২ হাজার ৪৬৪ টি বেসরকারি স্থাপনায় অভিযান চালানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব অভিযানে ১ হাজার ৬৩৫ জন শ্রমিককে শম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে অন্তত ১ হাজার ২৬৭ জন প্রবাসীকে দেশ থেকে বের করে দেয়া হয়। এছাড়া এসময়ের মধ্যে প্রবাসীরা কাজ করে বা মালিকানায় আছে এমন ৮৬ টি প্রতিষ্ঠানকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়।
এদিকে ওমানে নতুন বছর শুরু হতেই শ্রম আইন তদারকির লক্ষ্যে অভিযানের ব্যাপকতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। দেশটির মাবেলা, আল ঘুবরা, আল আজাইবার বাংলা মার্কেট, সালালাহ, রুই, ওয়াদি কবির, হামরিয়াসহ প্রবাসী অধ্যুষিত প্রায় সব যায়গাতেই ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এ বিষয়ে ধোফার শ্রম বিভাগের মহাপরিচালক নাসের বিন সালেম আল হাদরামি গণমাধ্যমকে বলেছেন, ওমানের শ্রমবাজারকে বিনিয়োগ উপযোগী এবং শ্রমিকবান্ধব করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ আভিযানিক দল মাঠে নামানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post