পাবলিক প্লেসে দর্শনার্থীদের পোশাকের উপর বিধি নিষেধ আরোপ করে নতুন আইন জারী করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ইসলামিক দেশ ওমান। দেশটিতে কেউ অশালীন পোশাক পরিধান করলে তাকে ৩০০ ওমানি রিয়াল জরিমানা গুনতে হবে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬৫ হাজার টাকা। এছাড়া তিন মাসের জেলও হতে পারে এমন আইন করতে যাচ্ছে দেশটির সরকার।
মাস্কাট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে মাস্কাটের মলগুলিতে প্রবেশের ক্ষেত্রে স্লিভলেস শার্ট এবং শর্টস পোশাক না পরে বিনয়ের সাথে শালীন পোশাক পড়ার আহ্বান জানানো হয়েছে। এই আইন পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই আইনের একটি খসড়া পৌর কমিটিতে জমা দেওয়া হয়েছে। যা অনুমোদনের জন্য রয়্যাল কোর্টে উত্থাপন করা হবে। এই সংবাদটি ওমানের একাধিক জাতীয় গণমাধ্যমে এসেছে।
শালীন পোশাক পরিধানের শর্তগুলি খুব বেশি উল্লেখ না করা হলেও কাঁধ থেকে হাঁটুর নীচ পর্যন্ত শরীর ঢেকে থাকবে এমন পোশাক পড়ার বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন পৌর কাউন্সিলের পাবলিক অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান কাইস বিন মোহাম্মদ আল মাশারী।
আরো পড়ুনঃ ১১১ তলা ভবন নির্মাণ হচ্ছে ঢাকায়
আল মাশারি আরো বলেন, “দেশের সকল নাগরিকদের জন্য বিধিগুলি একই রকম হবে, যেমন ওমানীদের জন্যও। আমাদের নিশ্চিত করা দরকার যে, আমরা যে পোশাক পরছি তা যেনো বিনয়ের শিষ্টাচারকে ভঙ্গ না করে। সুতরাং, এই সিদ্ধান্তে বৈষম্যহীন সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। এই সিদ্ধান্তের অংশ হিসাবে, পুরুষ ও মহিলাদের হাঁটুর ওপরে শর্টস পরার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি স্লিভলেস শার্টগুলি পড়াও নিষেধ করা হয়েছে। রয়েল ডিক্রি জারি করা ওমানী দণ্ডবিধি আইনের ২৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, যারা ভদ্রতা লঙ্ঘন করে পোশাক পরিধান করে ও বাহিরে চলাচল করে তাদের তিন মাসের জেল ও জরিমানা করা হবে বলে জানান তিনি।
প্রবাস টাইম বুলেটিন দেখতে এখানে ক্লিক করুন
বিজ্ঞাপনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post