গত ২৪ ঘণ্টায় ওমানে এবারের শীতের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগের বরাতে অ্যারাবিয়ান ডেইলির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। জাবাল শামস স্টেশনে গত ২৪ ঘন্টায় -১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা অন্যসব এলাকার আবহাওয়া স্টেশনে রেকর্ড করা তাপমাত্রার তুলনায় সর্বনিম্ন।
আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, আল দাখিলিয়ার জাবাল শামস স্টেশনে সর্বনিম্ন -১.১ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ আল শারকিয়ার সাইক স্টেশনে ৫.৪ ডিগ্রি, মুকশিনে ১০.২ ডিগ্রি এবং মাজিউনাতে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন ইয়ালুনিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
মরুর উত্তপ্ত গরম এখন শীতল হয়ে কমছে রাতের তাপমাত্রা। সেই সঙ্গে সূর্যাস্ত হচ্ছে তাড়াতাড়ি। আর সূর্যোদয় অনেক দেরিতে হওয়ায় রাত হচ্ছে দীর্ঘ। সাধারণত শীতকালে ওমানের জাবাল আশ শামসে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। কখনো তা মাইনাস তাপমাত্রা বা ভারি তুষারপাতে ঢেকে যায়। এসময় সাইকেও রাতের তাপমাত্রা নেমে আসে এক অঙ্কে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post