বর্তমান যুগে সাইবার অপরাধ একটি বড় চ্যালেঞ্জ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার এই চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে তৎপর হয়েছে। কমিশনারের গোয়েন্দারা নানা উপায়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করেছেন।
বর্তমান যুগে সাইবার অপরাধ পুলিশ কর্তাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন এরই বিরুদ্ধে লড়াইয়ে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে সক্রিয় হওয়ার পরেই খোয়া যাওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করা গেছে।
আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ডা: কুলদীপ এসএস বলেন, “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার অপরাধ আটকাতে একটি পোর্টাল প্রকাশ করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে এই কমিশনারের বাসিন্দারা ঘরে বসেই পুলিশের কাছে তাঁদের অভিযোগ জানাতে পারবেন।
ফলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে অপরাধীদের কাছে পৌঁছনোর চেষ্টা করবে। সাইবার জালিয়াতি ধরতে এখন পুলিশ এআই ও চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post