ব্রিটেনের একটি বিমান লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে উড়ার প্রস্তুতি নিচ্ছিল। উড়ানের ঠিক আগের মুহূর্তে যাত্রীদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বিমান ক্রু।
জানা গিয়েছে, মৃতের বয়স ৫২ বছর। তবে তাঁর নাম এখনও জানা যায়নি। বিমানের মধ্যে ওই ক্রু হঠাৎ পড়ে যাওয়ায় তাঁকে বাঁচানোর চেষ্টা করেন এক বিমান যাত্রী।
কিন্তু মৃত্যু হয় ওই ব্যক্তির। বাতিল করা হয় বিমানের ফ্লাইট। জানা গিয়েছে, কোনোরকম শারীরিক অসুস্থতা ছিল না মৃতের। হঠাৎ করে কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হবে।
এই ঘটনায় ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, আমরা সব সময় আমাদের সহকর্মী, তাদের পরিবার ও স্বজনদের সঙ্গে আছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post