বয়স যতই হোক পছন্দের নারীকেই বিয়ে করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। নতুন বছর উপলক্ষে সোশ্যাল মিডিয়া লাইভে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নতুন বছর উপলক্ষে পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কাকার পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে বেশ কিছু প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছেন।
লাইভ অনুষ্ঠানে তাকে একজন জিজ্ঞাসা করেন, ৫২ বছর বয়সী কোনো ব্যক্তি কি তার পছন্দের নারীকে বিয়ে করতে পারবেন? জবাবে কাকার বলেন, ‘অবশ্যই পারবেন, ৫২ বছর কেন, কারও বয়স ৮২ হয়ে গেলেও পছন্দের নারীকে বিয়ে করা উচিত।’
এ সময় আরেকজন প্রশ্ন করেন, টাকা না থাকার পরেও যদি কেউ কাউকে ইমপ্রেস করতে চায় তাহলে কী করা উচিত? এই প্রশ্নের উত্তরে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী জানান, তিনি কখনোই তার জীবনে কাউকে ইমপ্রেস করেননি এবং তাকে সবসময় অনেকে ইমপ্রেস করেছেন।
আরেকজন জানতে চান, ‘কোনো মেয়ে কি রাজনীতিবিদের প্রতি আকৃষ্ট হয়?’ এ জবাবে তিনি জানান, এর উত্তর তার জানা নেই। এই প্রশ্নের উত্তর তার থেকে ভালো মেয়েরাই জানে। তবে তার মনে হয় মেয়েরা আকৃষ্ট হতে পারে।
লাইভ অনুষ্ঠানে আরেকজন প্রশ্ন করেন, যদি কারও শ্বাশুড়ি পাগল হন তাহলে কী করা উচিত? জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তাদের হয়তো দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স করতে হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post