সৌদি আরব পবিত্র শহর মক্কা ও মদিনায় ৩৩০টি হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করেছে। অনিয়মের অভিযোগে দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রণালয় এসব হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত মক্কা ও মদিনায় আইন লঙ্ঘনের অভিযোগে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সেবার মান উন্নত করতেও পদক্ষেপ নিয়েছে দেশটি।
সৌদি আরবের পর্যটনবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠান বন্ধ করার আগে দুই শহরেই তদন্ত দল পরিদর্শন করেছে। পরিদর্শনে মক্কা নগরীতে ২ হাজারের বেশি আইন লঙ্ঘন হয়েছে। এছাড়া ২৮০ প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার আগেই কার্যক্রম শুরু করেছে। সেগুলোকে অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে।
অন্যদিকে, মদিনায় ১ হাজার ২০০টি আইন লঙ্ঘন ঘটেছে। এছাড়া লাইসেন্সে সংক্রান্ত জটিলতার কারণে ৫০টি পর্যটন সুবিধা সংক্রান্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া হয়েছে।
মন্ত্রণালয় দেশটিতে পর্যটন সেবাখাতকে বিধি ও নিয়ম মেনে এবং মান বজায় রাখতে সেবা প্রদানের আহ্বান জানিয়েছে।আমাদের আতিথেয়তা আমাদের অগ্রাধিকার’এই স্লোগানকে সামনে রেখে সৌদির পর্যটন মন্ত্রণালয় নিজেদের এ খাতকে এগিয়ে নিতে এবং সেবার মান উন্নত করতে কাজ করে যাচ্ছে।
২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন পর্যটক আনার লক্ষ্যমাত্রা নিয়েছে সৌদি আরব। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। হজের মৌসুমে দেশটির আর্থিক খাতের বড় একটি অংশ আসে হাজিদের কাছ থেকে। এছাড়া বছরব্যাপী ওমরাহযাত্রীদের থেকে পাওয়া রাজস্বও দেশটির অর্থনীতির অন্যতম বড় খাত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post