পাসপোর্ট ছাড়াই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশের সুযোগ পাচ্ছেন রোমানিয়া ও বুলগেরিয়ার নাগরিকরা। এই বছর অর্থাৎ ২০২৪ সালের ৩১ মার্চের পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রে ভ্রমণের জন্য এই দুই দেশের নাগরিকদের আর পোসপোর্ট প্রয়োজন হবে না। তারা বিমান এবং সমুদ্র পথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রে ভ্রমণের পাশাপাশি যেতে পারবেন নরওয়ে এবং সুইজারল্যান্ডেও। খবর রয়টার্সের
শনিবার (৩০ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়ন সরকার কাউন্সিল এ তথ্য জানায়। পাসপোর্ট ছাড়াই ভ্রমণ সুবিধা বৃদ্ধির আওতায় ইউরোপীয় ইউনিয়ন সরকার কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। ২৫টি দেশ নিয়ে শেনজেন অঞ্চল গঠিত হলেও এতে আরও দুটি দেশকে যুক্ত করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র না হলেও শেনজেনে নরওয়ে এবং সুইজারল্যান্ডকে যুক্ত করা হয়েছে। এছাড়া আয়ারল্যান্ড, সাইপ্রাসেও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারবেন। এই দেশ দুটিও ইইউ’র সদস্য নয়।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হয়েও এতদিন রোমানিয়া এবং বুলগেরিয়ার নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশে প্রবেশের জন্য পাসপোর্ট প্রয়োজন হতো। সীমান্ত অতিক্রম করার সময় পাসপোর্ট দেখাতে হতো।
ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, রোমানিয়া এবং বুলগেরিয়ানদের জন্য পাসপোর্ট চেক না করার বিষয়টি ২০২৪ সালেও আলোচনায় থাকবে। তবে একটি নির্দিষ্ট সময় পর সীমান্তে পাসপোর্ট চেক করার বিষয়টি তুলে দেওয়া হবে। যা আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post