সৌদি আরবে প্রবাস জীবন সুন্দর ও সমৃদ্ধ করতে, কাজের আগে খোঁজখবর নিয়ে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে যাওয়ার পরামর্শ দিলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রোববার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক আলোচনা সভায় এ পরামর্শ দেন রাষ্ট্রদূত।
আলোচনা সভায় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব সরকার কর্তৃক প্রবাসীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি প্রদান করতে প্রতিবছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করায় আন্তরিক ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দূতাবাস কর্মীদের শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাসের মধ্যস্থতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সৌদি সরকার অনুমোদিত তাকামল ফর বিজনেস সার্ভিসেস কোম্পানির মধ্যে স্কিলস ভেরিফিকেশান পোগ্রাম বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় ২৯টি পেশায় বাংলাদেশ হতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সৌদি সরকার প্রদত্ত দক্ষতার সনদ নিয়ে অধিক বেতনে সৌদি আরবে কাজ করতে পারবেন।
রাষ্ট্রদূত বলেন, এছাড়া যাদের উচ্চ শিক্ষার আকাঙ্ক্ষা থাকা সত্যেও যারা পড়াশুনা শেষ করতে পারেননি দূতাবাসের উদ্যোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করতে পারবেন।
রাষ্ট্রদূত জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে দূতাবাস কর্তৃক বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। তিনি সৌদি আরবে অথবা বাংলাদেশে যে কোনো সমস্যায় দূতাবাসের সেবা গ্রহণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তাছাড়া হাসি মুখে প্রবাসীদেরকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে আরো বেশি উদ্যোগী ও যত্নবান হওয়ার জন্য দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।
রাষ্ট্রদূত বলেন, সৌদিতে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন ও পাওনা আদায়ের জন্য দুতাবাসের উদ্যোগে দু’টি সৌদি ল’ ফার্ম এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইতোমধ্যে মৃত প্রবাসী কর্মীর পরিবার এর সুফল পেতে শুরু করেছেন। ডিসেম্বর ২০২৩ মাসে ৬৫ জন মৃত বাংলাদেশীর পরিবারের পাওনা বাবদ ৩৩ কোটি টাকা আদায় করে দেশে প্রেরণ করা হয়েছে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস বলছে, প্রায় ১ কোটি ২৫ লক্ষ অভিবাসী কর্মী বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী প্রায় ২৪ লাখ বাংলাদেশি ডায়াসপোর জনগোষ্ঠীও দেশের উন্নয়নে অবদান রাখছেন।
অভিবাসীরা ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্সে দেশের অর্থনীতিতে ২১.৬১ বিলিয়ন মার্কিন ডলারের অবদান রেখেছেন। এর মধ্যে সৌদি আরব থেকে আসা রেমিট্যান্স ছিল ৩.০৭ বিলিয়ন ডলার, যা মোট রেমিট্যান্সের ১৬%। সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়ানো সম্ভব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post