ওমানে মহামারী করোনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বলে মনে করছেন দেশটির অনেক চিকিৎসক। নাম প্রকাশ্যে অনিচ্ছুক, ওমান রয়্যাল হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক তাদের নাম প্রকাশ্য না করার শর্তে প্রবাস টাইমকে এই তথ্য জানিয়েছেন। দেশটিতে আজ নতুন আক্রান্ত ৫৩৬ জন, যা গতকালের তুলনায় ৯৮ জন বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা ৮০৫ জন।
দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯১,১৯৬ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৪,৩৬৩ জন। ওমানে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দিনদিন নিচে নামছে গড় সূচক। মাত্র দশ দিনের ব্যবধানে ৯৪.৮ শতাংশ থেকে নেমে ৯২.৫ শতাংশে দাঁড়িয়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় নতুন ২০৫ জন সুস্থ হয়েছেন, যা আক্রান্তের তুলনায় অর্ধেকেরও কম। দেশটিতে গত এক সপ্তাহ যাবত আক্রান্ত এবং মৃত্যু দুইটাই ঊর্ধ্বমুখী রয়েছে। আক্রান্ত বেড়ে যাওয়ায় পুনরায় নতুন বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে দেশটির সরকার। এভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমানে মহামারী করোনা পুনরায় ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। দেশটিতে গত এক সপ্তাহে আক্রান্ত এবং মৃত্যু দুইটাই ঊর্ধ্বমুখী। আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৪৩৮ জন এবং মৃত্যু ৭ জন। দেশটিতে মহামারী করোনায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৯০,৬৬০ জন এবং যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৪,১১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন মাত্র ১৮৫ জন। যা আক্রান্তের তুলনায় খুবই কম রোগী সুস্থ হয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দিনদিন নিচে নামছে সূচক।
আরো পড়ুনঃ ওমানে আসতে নতুন নিয়ম জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন
আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে মোট সুস্থতার হার ৯২.৫ শতাংশ, যা গতকাল ছিলো ৯২.৭ শতাংশে। দেশটিতে বর্তমানে সর্বমোট আইসিইউতে রয়েছে ১৭৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৫ জন। দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮৮ জন। সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসাথে করোনা প্রাদুর্ভাব কমাতে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না বের হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশে অর্ধেকে নেমেছে করোনায় মৃত্যু, কমেছে আক্রান্তও। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮২৩ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬১৫ জনের দেহে। এর একদিন আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশে ১ হাজার ৭২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৪৩ জন।
আরো পড়ুনঃ যেসব শর্তে ওমান ফিরতে পারবেন আটকেপড়া প্রবাসীরা
আজকের নতুন আক্রান্ত সহ দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন করোনা রোগী। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৩৯ হাজার। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ৩৬৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ৯৯১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১৫ লাখ ৪৮ হাজার ২৩১ জন।
আরো পড়ুনঃ ভারত থেকে ভ্যাকসিন নিবে ওমান
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১৯৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post