ওমানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার মাস্কাটের দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘প্রবাসীর কল্যাণ-মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’-শ্লোগানে এতে দূতাবাসের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এদিকে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে দূতাবাস। রোববার থেকে শুরু হওয়া কর্মসূচী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এসময়ে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশী কর্মীদের ফ্রি মেডিক্যাল সেবা প্রদান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও প্রবাসী কার্ড প্রদান, দেশে এবং ওমানে প্রবাসীদের আইনী ও আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। অসুস্থ এবং দুর্ঘটনায় আহত এবং শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া প্রবাসী কর্মীদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা ছাড়াও প্রয়োজনে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে দূতাবাস। পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং অন্যান্য সেবা প্রদানের পাশাপাশি প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে গণশুনানী গ্রহণ করা হবে।
এছাড়া আগামী বুধবার বিজ্ঞ আইনজীবিদের থেকে আইনী সহায়তা নিতে পারবেন প্রবাসীরা। আর শেষ দিন লেবারকোর্ট ও থানা পরিদর্শনে নামবে দূতাবাস। বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচীতে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে দূতাবাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post