কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২০২৩ সালে ৭০৯ জন শ্রমিক নিহত এবং ৪৮২ জন শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া, কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে ১৫৩ জন শ্রমিক নিহত ও ১২৬ জন আহত হন। বিভিন্ন সেক্টরে ১৬৯টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে, যার মধ্যে ১০৮টি শ্রমিক অসন্তোষ ঘটে তৈরি পোশাক খাতে।
রোববার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।
সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে ‘বাংলাদেশের শ্রম ও কর্মক্ষেত্র পরিস্থিতি বিষয়ে সংবাদপত্র ভিত্তিক বিলস জরিপ-২০২৩’ এ এসব তথ্য তুলে ধরা হয়। জরিপে দুর্ঘটনা, নির্যাতন, শ্রম অসন্তোষ ও সংশ্লিষ্ট বিষয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
জরিপের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৭০৯ জন শ্রমিকের মৃত্যু হয় (২০২২ এর তুলনায় ৩১% কম), এর মধ্যে ৭০৬ (৯৯%) জন পুরুষ এবং ৩ (১%) জন নারী শ্রমিক। খাত অনুযায়ী সবচেয়ে বেশি ২৪৬ (৩৪%) জন শ্রমিকের মৃত্যু হয় পরিবহন খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ১১৩ (১৫%) জন শ্রমিকের মৃত্যু হয় নির্মাণ খাতে। তৃতীয় সর্বোচ্চ ৯৭ (১৩%) জন শ্রমিকের মৃত্যু হয় কৃষি খাতে। এছাড়া রিকশাশ্রমিক ৪৪ জন, প্রবাসী শ্রমিক ৩৫, দিনমজুর ২৯, মৎস্য শ্রমিক ২৬, বিদ্যুৎ খাতে ১৫, নৌপরিবহন খাতে ১৫, স্টিল মিলে ১১ এবং অন্যান্য খাতে ৭৮ জন শ্রমিক নিহত হন।
২০২৩ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৪৮২ জন শ্রমিক আহত হন, এর মধ্যে ৪২২ (৮৭%) জন পুরুষ এবং ৬০ (১২%) জন নারী শ্রমিক। তৈরি পোশাক খাতে সর্বোচ্চ ১১৪ (২৩%) জন শ্রমিক আহত হন। দ্বিতীয় সর্বোচ্চ মৎস্য খাতে ৮৫ জন (১৭%) আহত হন। তৃতীয় সর্বোচ্চ নির্মাণ খাতে ৬১ (১২ %) জন শ্রমিক আহত হন। এছাড়া নৌ পরিবহন খাতে ৩৯ (৮%) জন, পরিবহন খাতে ৩৮ জন (৭%), দোকান কর্মচারী ৩৩ (৬%), অক্সিজেন কারখানায় ২৪ (৪%) দিনমজুর ১৫ (৩%) জন, ম্যানুফ্যাকচারিংয়ে ১৩ (২%) জন, ওয়ার্কশপে ১৩ (২%) জন, কৃষিতে ১২ (২%) জন, এবং অন্যান্য খাতে ৩৫ জন শ্রমিক আহত হন।
সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, বজ্রপাত, অগ্নিকাণ্ড, সমুদ্রে ঘূর্ণিঝড়ে ট্রলারডুবি, পড়ন্ত বস্তুর আঘাত, মাথায় কিছু পড়া, বিষাক্ত গ্যাস, নৌ দুর্ঘটনা, দেয়াল বা ছাদ ধসে পড়া, সিলিন্ডার বিস্ফোরণ, বন্যপশুর আক্রমণ ইত্যাদি কর্মক্ষেত্রে দুর্ঘটনার অন্যতম কারণ।
উল্লেখ্য, ২০২২ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১০৩৪ জন শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন ১০৩৭ জন শ্রমিক। নিহতদের মধ্যে ১০২৭ (৯৯%) জন পুরুষ এবং ৭ (১%) জন নারী শ্রমিক ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post