প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দীর্ঘ ৫ বছর টানা দায়িত্ব পালন শেষে নতুন দায়িত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ কর্মকর্তা সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে। বাংলাদেশ ট্রেড এবং ট্যারিফ কমিশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে। আর প্রবাসী কল্যাণে আসছেন বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পাওয়া মোঃ রুহুল আমিন। বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। আজ ৩১ ডিসেম্বর থেকে এ আদেশ কর্যকর হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে আসছেন বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পাওয়া মোঃ রুহুল আমিন। বানিজ্য মন্ত্রণালয়ের আমদানী ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের দায়িত্বে ছিলেন তিনি। একই সাথে উন্নয়ন ইউং-এ অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করেছেন তিনি।
এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কাজ শুরু করা ড. মুনিরুছ সালেহীন এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে সফলতা ও বিচক্ষণতার কারণে একই মন্ত্রণালয়ে দুটি পদোন্নতি পেয়ে হয়েছেন সিনিয়র সচিব। এই সময়ে নিজের দক্ষতা ও প্রবাসী কর্মীদের প্রতি আন্তরিক সেবার প্রমাণ দিয়েছেন বিভিন্ন সময়। তাঁর মেয়াদেই অতিমারি করোনার কঠিন চ্যালেঞ্জ সফলতার সাথেই মোকাবিলা করতে পেরেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়া ফিরে আসা প্রবাসীদের জন্য বিশেষ প্রকল্প, বীমা চালু ও বীমা কোম্পানীর লভ্যাংশ কল্যাণ বোর্ডে জমা দেয়ার মতো কাজটিও সফলতার সাথে চুক্তি সম্পন্ন হয়েছে এই সময়ে।
কর্মীদের সুরক্ষা, প্রবাসে চাকরির নিশ্চয়তা ও অভিবাসন খরচ কমাতে নানা উদ্যোগ নিয়েছেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন, তবে এসব বাস্তবায়নে রিকুটিংএজেন্সিগুলোর নৈতিকতা ও স্বচ্ছতা জরুরি বলেও বায়রা নেতাদের দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন বারবার, রিক্রুটিং এজেন্সি মালিকদের নৈতিকতা নিশ্চিত করার বিষয়ে নানা পদক্ষেপ নেয়া হলেও তা বাস্তবায়ন সময় লাগবে। একই সাথে নিরাপদ শ্রমঅভিবাসন ও প্রবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গেল কয়েক মাস বিভিন্ন অনুষ্ঠানে ও মতবিনিময়ে কঠোরভাবে নির্দেশনা দিচ্ছিলেন সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এমন প্রবাসী কর্মীবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়নের আগেই বদলি হয়ে এই মন্ত্রণালয় থেকে বিদায় নিতে হচ্ছে তাঁকে।
ড. আহমেদ মুনিরুছ সালেহীন অতিরিক্ত সচিব থাকাকালীন ২০২০ সালের ৫ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন এবং ২০২২ সালের ৩১ শে ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান এবং এই মন্ত্রণালয়েই দায়িত্ব পালন করছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post