পুনরায় এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এসেছেন মাহতাবুর রহমান ও ইয়াছিন চৌধুরী। প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের দায়িত্বে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা।
বুধবার সন্ধ্যায় ঢাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনে তাদের নেতৃত্বে ২০২৪-২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন হয়। বিশ্বের বিভিন্ন দেশের এনআরবি সিআইপিদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের কমিটি নির্বাচিত হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি শিল্পোদ্যোক্তা মোহাম্মদ মাহতাবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ওমানের বাংলাদেশি শিল্পোদ্যোক্তা ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত অন্য সদস্যদের মধ্যে ওমান প্রবাসী মোহাম্মদ শাহজাহান মিয়া, মোহাম্মদ আশরাফুর রহমান, আবুল কালাম আজাদ এবং হাফেজ মোহাম্মদ ইদ্রিস উল্লেখযোগ্য।
বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রতি বছর সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে এনআরবি সিআইপি নির্বাচিত করে।
প্রবাসী সিআইপিদের নিবন্ধিত সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের কল্যাণে ভূমিকা রাখছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post