স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়েই নববধূকে নিয়ে বাড়ি ফিরেছেন নিলয় হাসান নামের শরীয়তপুরের এক ইতালি প্রবাসী। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা হাজিক্যাম্প এলাকার ‘হোটেল হলিডে এক্সপ্রেস’ এ বিয়ে করেন তারা। এসময় দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
বর নিলয় হাসান (৩৫) নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহিরকুশিয়া এলাকার মৃত আবুল কাশেম ছৈয়ালের ছেলে। অন্যদিকে কনে সাবিনা আক্তার (২৫) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
এর আগে ইতালি থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নিলয়। বিয়ের অনুষ্ঠান শেষে দুই ঘণ্টার জন্য প্রবাসী হেলিকপ্টার নামক একটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৫ হাজার টাকা দিয়ে হেলিকপ্টারটি ভাড়া করেন তিনি।
প্রবাসী নিলয় জানান যে, “আমি প্রবাসী হেলিকপ্টার প্রতিষ্ঠান থেকে হেলিকপ্টারটি ভাড়া করার পর থেকে তাদের সার্ভিস পেয়ে আমি খুব খুশি এবং তারা আমাদের মত প্রবাসীদের নিয়ে কাজ করছে তার জন্য আমার পক্ষ থেকে প্রবাসী হেলিকপ্টার প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে অভিন্দন।”
পরে বরের নিজ বাড়ি শরীয়তপুরের ঘড়িষা এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেলে ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারে নববধূকে নিয়ে অবতরণ করেন। এসময় আশেপাশের এলাকা থেকে হাজারো উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়। পরে পরিবার ও আত্মীয়-স্বজন নবদম্পতিকে ফুল দিয়ে বরণ করেন।
স্থানীয় বাসিন্দা শাহাজালাল বেপারী বলেন, প্রথমবার খুব কাছ থেকে হেলিকপ্টার দেখলাম। নিলয় আমাদের প্রতিবেশী, বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছে। আমাদের কাছে বিষয়টি ভীষণ ভালো লেগেছে।
বর নিলয় হাসানের বোন সুরমা বেগম বলেন, আমাদের ১০ ভাই-বোনের মধ্যে নিলয় সবার ছোট। ও আমাদের ভীষণ আদরের। ওর অনেক দিনের ইচ্ছে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরবে। ওর ইচ্ছে পূরণ হওয়ায় আমরাও ভীষণ খুশি।
বর নিলয় হাসান বলেন, আমি দীর্ঘ ১৮ বছর ধরে ইতালি থাকি। নিজের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরেছি। হেলিকপ্টারটি ঢাকা থেকে ভাড়া করা। আমার দীর্ঘদিনের ইচ্ছে আজ পূরণ হলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
নববধূ সাবিনা আক্তার বলেন, “আমার ভীষণ ভালো লেগেছে। কখনো স্বপ্নেও ভাবি নাই আমার বর এমন একটা আয়োজন করবে। আমি সত্যিই আনন্দিত।”
এ ব্যাপারে ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রব খাঁন বলেন, নিলয় হাসান আমাদের এলাকার ছেলে। ও দীর্ঘদিন ধরে ইতালি প্রবাসী। বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছে বলে জেনেছি। আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post