লক্ষ্মীপুরে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর ভাঙচুরের পর সাইফুল ইসলাম (১৭) নামে এক মাদ্রাসাছাত্রকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামে এ ঘটনা ঘটে।
অপহৃত সাইফুল বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের ওমান প্রবাসী জালাল উদ্দিনের ছেলে ও রমারখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। সে জন্মের পর থেকে নানাবাড়ি দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে বসবাস করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে ১৮-২০ জন লোক ঘটনাস্থলে আসে। সবাই বন্দুকসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। কিছু বুঝে ওঠার আগেই বোমা ফাটিয়ে বসতঘর ভাঙচুর চালায় তারা।
একপর্যায়ে অস্ত্র ঠেকিয়ে সাইফুলকে মারধর করে। পরে তাকে তুলে নিয়ে যায়। ঘটনার সময় বাধা দিলে সাইফুলের মা রোজিনা বেগম ও বোন ফারজানা আক্তারকে মারধর করে দুর্বৃত্তরা। ঘরে থাকা এক লাখ ২০ হাজার টাকা ও সাইফুলের বোনের কানের স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
সাইফুলের মা রোজিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী জালাল বালাইশপুর গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে শ্রমিক ভিসায় ওমান নিয়েছিল। কিন্তু আনোয়ার ৫ মাসের মাথায় ওমান থেকে চলে আসে। ওমানে যাওয়ার সময় জালালকে দেওয়া টাকা তিনি ফেরত চান।
কিছু দিন পর পরই ওই টাকা দেওয়ার জন্য চাপ দিত। ওই ব্যক্তিই ‘সন্ত্রাসীদের’ নিয়ে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে মারতে মারতে আমার ছেলেকে অপহরণ করেছে। আমাকে ও আমার মেয়েকে মারধর করেছে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়। মাদ্রাসাছাত্রকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post