মোবাইল ফোনে প্রেমিকার সাথে ঝগড়া ও বাগবিতণ্ডার একপর্যায়ে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সৌদি প্রবাসী রিপন আলী (২৬)। সে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ও উথলী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রিপন আলী। শুক্রবার (২৯ ডিসেম্বাবর) তার বাবাকে মোটরসাইকেল কেনার টাকা পাঠানোর কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাস এর আগেই তার মৃত্যুর খবর শুনতে পায় স্বজনরা।
নিহত রিপনের প্রবাসী সহকর্মীরা জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সাথে নিয়মিত কথা বলতেন রিপন আলী। প্রেমিকার সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে তিনি অস্বাভাবিক জীবনযাপন করছিলেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের আল কাসিম ব্রদা এলাকায় কৃষি খামারে কাজ করছিলেন রিপন। এসময় শারীরিক সমস্যার কথা বলে রুমে ফিরে যান। সহকর্মীরা কাজ শেষ করে রুমে এসে রিপনের ঝুলন্ত দেহ দেখতে পান। এসময় মরদেহের সামনে থাকা মোবাইল ফোন চেক করে সর্বশেষ প্রেমিকার সাথে ভিডিও কলে কথা হয়েছে বলে জানতে পারেন তাঁরা। পরে পরিবারের কাছে ফোন করে তার মৃত্যুর খবর পৌঁছে দেন।
রিপনের বাবা উথলী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হক বলেন, ‘আমার ছেলে চার বছর ধরে বিদেশে আছে। পরিবারের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। আমার কাছে ছেলে প্রেমের কথা মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছে।
আমি বলেছিলাম, বাবা তুমি মোবাইলের মাধ্যমে বিয়ে করে আমার বাড়িতে চলে আসতে বলো। প্রেমঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি।
মরদেহ আনার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন বলেও জানান তিনি। লাশ আনতে না পারলে সৌদি আরবে দাফন করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post