৫৬ বছর বয়সী কিম ডেনিকোলা যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার বাসিন্দা। সম্প্রতি তিনি প্রচণ্ড মাথা ব্যথার কারণে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠলেও তার স্মৃতি হারিয়ে যায়।
কিম ডেনিকোলা জানান, তিনি তার ৩০ বছরের স্মৃতি হারিয়ে ফেলেছেন। তিনি তার পরিবার, বন্ধুবান্ধব, এমনকি নিজের পরিচয়ও মনে করতে পারছেন না।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে এমন একটি ঘটনা সামনে আসে। সে সময়ে ৫৬ বছর বয়সী ওই নারী মনে করেছিলেন তিনি একজন কিশোরী। ১৯৮০ সালে সে কিশোরী বয়সে ছিল। দীর্ঘ ৩০ বছরের স্মৃতি ভুলে যাওয়ার কারণে এবার তিনি বড়দিনের উৎসব ঘটা করে পালন করার প্রস্তুতি নিয়েছেন।
কিম ডেনিকোলা। ছবিঃ সংগৃহীতবর্তমানে ওই নারীর বয়স ৬০ বছর। তার পরিবারের লোকজন জানায়, একদিন বাইবেল পড়তে পড়তে হঠাৎ মাথা ব্যথা শুরু হয়। তখন সে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা হয়। যখন সে জেগে ওঠে তখন ডেনিকোলা তার বিয়ে এবং দুই সন্তানের কথা মনে করতে পারছিলেন না।
ওই নারী বলেন, হাসপাতালে যখন আমার জ্ঞান ফেরে তখন নার্স জিজ্ঞাসা করেন এখন কত সাল চলে। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন এখন ১৯৮০ সাল এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রোনাল্ড রিগান।
দীর্ঘ পাঁচ বছরে ধরে তার চিকিৎসা চলে। বর্তমানে তার বয়স ৬০ বছর। চিকিৎসকরা জানিয়েছেন যদি তিনি এখন পূর্বের স্মৃতি না ফিরে তাহলে আর কখনই তিনি তা ফিরে পাবেন না।
পূর্বের স্মৃতি ভুলে যাওয়ার পর ওই নারী এখন নতুন এক জীবন পার করছেন। স্বামী, সন্তান এবং নাতিদের সঙ্গে তিনি এখন দিন কাটাচ্ছেন। হারানো স্মৃতি ফিরে পেতে তিনি তার জীবনের বিভিন্ন ঘটনা পড়ছেন। কিন্তু সেটি অন্য কারো জীবনের গল্প মনে হচ্ছে বলে ওই নারী জানিয়েছেন।
ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের গবেষণায় দেখা গেছে যে, এই ধরনের সমস্যায় মধ্যবয়সী বা বয়স্কদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post