মহামারী করোনার ভ্যাকসিনের ব্যাপারে ওমানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সাথে আজ এক বৈঠক করেছেন ওমানের স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ মোহাম্মদ আল সাইদি। ভারতের রাষ্ট্রদূত মুনু মহাওয়ারের সাথে ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ওমানের বিভিন্ন গণমাধ্যম।
আরো পড়ুনঃ ওমানে আসতে নতুন নিয়ম জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন
বৈঠকে আসন্ন করোনা ভ্যাকসিন সংগ্রহ নিয়ে বিশদ আলোচনা করে দুই দেশ। কারণে ভারত এরই মধ্যে করোনা ভ্যাকসিন তৈরিতে কাজ করছে। ভারতের ভ্যাকসিন ক্লিনিকাল পরীক্ষায় কার্যকারিতা ও সুরক্ষা মূল্যায়ন করার পর অবশ্যই এই ভ্যাকসিন গ্রহণের জন্য অন্যতম দেশ হিসাবে ওমানকে বিবেচনা করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কথোপকথন এবং ভ্যাকসিন সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে করোনা মহামারীর প্রতিক্রিয়া জানাতে উভয় পক্ষের মধ্যে এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রচেষ্টা এবং উভয় পক্ষের সহযোগিতার দিকগুলিও বৈঠকে তুলে ধরা হয়।
বৈঠক করছেন স্বাস্থ্যমন্ত্রী এবং ভারতীয় রাষ্ট্রদূতআরো দেখুনঃ ওমানে ফের ভয়াবহ রুপ নিচ্ছে করোনা, বিস্তারিত দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post