সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী বছরের ১ থেকে ৪ জানুয়ারির মধ্যে টিকিট কাটলে পাওয়া যাবে এই ছাড়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান জানায়, ২০২৪ সালের ১ থেকে ৪ জানুয়ারির মধ্যে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিট কাটলে ১৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। ছাড় পেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে টিকিট কাটার সময় প্রোমো কোডের ছকে 52BBDAY24 টাইপ করতে হবে। এছাড়া, বিমানের কল সেন্টার নম্বরেও ফোন করে কাটা যাবে টিকিট।
বর্তমানে বিমান দেশের অভ্যন্তরীণ সব বিমানবন্দরসহ আন্তর্জাতিক রুটে আবুধাবি, ব্যাংকক, গুয়াঞ্জু, কলকাতা, দিল্লি, দাম্মাম, দোহা, নারিতা, দুবাই, চেন্নাই, টরন্টো, জেদ্দা, কাঠমান্ডু, কুয়েত, লন্ডন, কুয়ালালামপুর, ম্যানচেস্টার, ওমান, মদিনা, রিয়াদ, শারজাহ ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করে।
বিমানের বহরে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার চারটি, ৭৮৭-৯ ড্রিমলাইনার দুইটি, বোয়িং ৭৭৭-৩০০ ইআর চারটি, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ছয়টি এবং বোম্বারডিয়ার ড্যাশ-৮-কিউ৪০০ মডেলের পাঁচটিসহ মোট ২১টি এয়ারক্রাফট রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post