দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) একটি বাদে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ দশমিক ২৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৬ হাজার ২৪৫ দশমিক ২৪ পয়েন্টে ও ১ হাজার ৩৬৫ দশমিক ৭২ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭ দশমিক ৬৩ পয়েন্টে।
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৬৬ লাখ টাকা।
এ ছাড়া মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ডিএসইতে ৩৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯০টি কোম্পানির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। এছাড়া বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, সি পার্ল, অলিম্পিক এক্সেসরিস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, কোহিনূর ক্যামিকেলস্ ও মেঘনা লাইফ ইন্সুরেন্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন একটি বাদে বেড়েছে সব সূচকের মান। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২১ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৮ দশমিক ৭৫ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৭৬ দশমিক ৩৯ পয়েন্টে ও ১৩ হাজার ২৯৩ দশমিক ২৪ পয়েন্টে।
আর সিএসআই সূচক ২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮০ দশমিক ৫৬ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক কমেছে শূন্য দশমিক ৫২ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ২৯৮ দশমিক ২৮ পয়েন্টে।
সিএসইতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৭ কোটি ৬২ লাখ টাকা।
সিএসইতে ২০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ১০৮টি কোম্পানির শেয়ারদর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post