ওমানে আবারো শ্রমিকদের অধিকার লঙ্ঘনের রেকর্ড করেছে দেশটির ওয়ার্কার্সের জেনারেল ফেডারেশন (জিএফওডাব্লিউ)। রবিবার ফেডারেশন অনলাইনের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত পাঁচ দিনের ব্যবধানে ওমানে শ্রমিকদের ৪টি অধিকার লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করেছেন তারা। ফেডারেশন জানিয়েছে, বেশিরভাগ অভিযোগ পত্রে বলা হচ্ছে দেশটিতে শ্রমিকদের মজুরি কাটা, শ্রমিকদের বকেয়া বেতন প্রদান না করা, বাধ্যতামূলক ছুটিতে যাওয়া, বেতন না দিয়েছে ছুটিতে পাঠানোর মতো অভিযোগ করছে শ্রমিকরা। ফেডারেশনের পক্ষথেকে আরো জানানো হয়েছে, গত ৬ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১১ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং একটি যৌথ কাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেইসাথে এই বছরে মোট ২১৯টি অভিযোগ নিষ্পত্তি করেছে ফেডারেশন।
আরো দেখুনঃ ওমানের মাতরায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post