গ্যাস্ট্রিক, কিংবা অ্যাসিডিটি এই সমস্যাগুলো এখন প্রায় সবারই নিত্যসঙ্গী। খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন, মানসিক চাপ ইত্যাদি কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। ওষুধ খেয়ে গ্যাস্ট্রিকের সমস্যা সাময়িকভাবে দূর করা গেলেও, দীর্ঘমেয়াদে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে। তাই ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া উপায় মেনে চললে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
খাওয়া-দাওয়ায় অনিয়ম, স্বাস্থ্যকর খাবার না খাওয়া, শারীরিক পরিশ্রম না করা, পানি কম খাওয়ার ফলে পেটে গ্যাস তৈরি হতে পারে। প্রথম দিকেই সচেতন না হলে পরবর্তী সময়ে আলসার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। জেনে নিন কিছু ঘরোয়া কৌশল-
১. পুদিনা পাতা: পুদিনা পাতায় রয়েছে গ্যাস্ট্রিক ভালো করার উপাদান। তাই অ্যাসিডিটির লক্ষণ দেখা দিলে কয়েকটি পুদিনা পাতা মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন বা এক কাপ পানিতে ৪-৫ টি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন বা চাইলে তাতে একটু মধুও যোগ করতে পারেন।
২. গরম পানি: সাধারণত গরম পানি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৩. আদা: আদার রস পাকস্থলীর অ্যাসিডকে কমাতে সাহায্য করে। অ্যাসিডিটির সময় এক টুকরো আদা মুখে রাখলে বা এক কাপ পানিতে কয়েক টুকরো আদা দিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে রেখে খেতে পারেন কিংবা শুধু এক চা চামচ করে আদার রস দিনে ২-৩ বার খেলে অ্যাসিডিটির থেকে মুক্তি পেতে পারেন।
৪. জিরা: পাকস্থলীর অ্যাসিড কমিয়ে পেটের ব্যাথা দূর করতে সহায়তা করে জিরা। হজমেও খুব ভালো কাজ করে এটি। এক কাপ পানিতে এক চা চামচ জিরা ও মৌরী গুঁড়া মিশিয়ে খালি পেটে খেতে পারেন অথবা এক গ্লাস পানিতে সামান্য জিরা গুঁড়া মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে প্রতিবেলা খাওয়ার পর খেতে পারেন। এতে গ্যাস্ট্রিকের সমস্যা কমিয়ে শরীর ঝরঝরে থাকবে।
৫. লবঙ্গ: লবঙ্গ পাকস্থলীর অ্যাসিডিটি ও গ্যাস দূর করতে পারে। ২-৩ টি লবঙ্গ মুখে নিয়ে রাখলে বা সমপরিমান এলাচ ও লবঙ্গ গুঁড়া হালকা গরম মিশিয়ে খেলেও উপকার মিলবে।
৬. লেবুর রস: সকালে হালকা গরম পানির সঙ্গে এক টুকরো লেবুর রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। এতে ওজনও কমে যায়।
৭. শরীরচর্চা: সুস্থ থাকতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। নিয়ম করে এই অভ্যাস করলে অনেক রোগবালাই থেকে দূরে থাকা যায়। হজমের সমস্যাও কমে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post